শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের অন্তত ২০ গ্রামের মানুষ বৃহস্পতিবার থেকে পবিত্র রোজা পালন করছেন। জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বুধবার রাতে তারাবির নামাজ পড়েন এবং বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন…